ডোনারুমার পরিবর্তে শেভালিয়ারকে এক নম্বর গোলরক্ষক হিসেবে চুক্তি করলো পিএসজি

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৮:৪৮

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : লিলি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে পিএসজি। বেতনের সাথে চুক্তির শর্তানুযায়ী আরো ১৫ মিলিয়ন সম্ভাব্য বোনাস যোগ হবে বলে ইউএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে।

২৩ বছর বয়সী শেভালিয়ার ইতোমধ্যেই প্যারিসে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে তাকে মাঠে দেখা যাবে। এর অর্থ হচ্ছে গত মৌসুমে পিএসজির ইতিহাস সৃষ্টিকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গিয়ানলুইগি ডোনারুমা মূল দলের জায়গা হারিয়েছেন। এবারের গ্রীষ্মে ডোনারুমাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে। 

পিএসজি আর ইতালিয়ান গোলরক্ষক ডোনারুমাকে দলে রাখতে চাইছে না। ইতোমধ্যেই দুজন শীর্ষ গোলরক্ষক এই মৌসুমে দলে রয়েছেন। ডোনারুমার এজেন্ট এনজো রায়োলা জানিয়েছেন পিএসজিকে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। 

২৬ বছর বয়সী ডোনারুমার সাথে প্যারিসের জায়ান্টদের চুক্তির বর্তমান মেয়াদ আর মাত্র এক বছর বাকি ছিল। যে কারনে ডোনারুমা চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে কোন ধরনের সমঝোতার পরিবেশ খুঁজে পাওয়া যায়নি।

প্রতি মাসে সাড়ে ৮ লাখ ইউরো করে আয় করতেন ডোনারুমা। যা তাকে দলের অন্যতম দামী খেলোয়াড়ে পরিণত করেছিল। নতুন চুক্তিতে বেতন বৃদ্ধির প্রস্তাব তিনি দিয়েছিলেন। একইসাথে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের দেয়া বেতন কাঠামো পরিবর্তনের প্রস্তাবেও রাজী হননি। 

গত মৌসুমে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ডোনারুমা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়ের পথে লিভারপুল, আর্সেনাল ও এ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রয়োজনীয় সময় প্রতিপক্ষকে হতাশ করে পিএসজিকে রক্ষা করেছেন। যদিও কোচ লুইস এনরিকে এমন একজন গোলরক্ষক দলে চাচ্ছিলেন যিনি বল যোগানোর ক্ষেত্রে ও একইসাথে গোলকিপিংয়ে অন্যান্য ভূমিকায় আরো বেশী স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এসব গুনই শেভিলিয়ারের মধ্যে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে বেথেলের রেকর্ড
ওয়ার্ল্ড আরচ্যারী ইয়ুথ চ্যাম্পিয়নশীপে অংশ নিতে কানাডা গেল বাংলাদেশ দল
শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় জীবনের ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা 
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু
মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সকল ধর্মের মানুষ সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বাংলাদেশে বসবাস করছেন : তারেক রহমান
নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু
ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও সভা
১০