রেকর্ড জয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১৯:০৬

ঢাকা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুন্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে ইনিংস বিবেচনায় সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে এটি তৃতীয় বড় জয়। 

বুলাওয়েতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের জবাবে তিন ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেটে ৬০১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

জিম্বাবুুয়ের বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় রান কিউইদের। প্রথম ইনিংসে ৪৭৬ রানের লিড পায় সফরকারীরা। ওপেনার ডেভন কনওয়ে ১৫৩ রানে আউট হলেও ইনিংস ঘোষণার আগে হেনরি নিকোলস ১৫০ ও রাচিন রবীন্দ্র ১৬৫ রানে অপরাজিত থাকেন। 

টেস্টে এই নিয়ে তৃতীয়বার কোন দলের তিন ব্যাটার একই ইনিংসে দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলার কীর্তি গড়ল। এর আগে ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড এবং ১৯৮৬ সালে শ্রীলংকার বিপক্ষে ভারতের তিন ব্যাটার একই ইনিংসে দেড়শ বা তার বেশি রানের ইনিংস খেলার নজির গড়েছিল।  

৪৭৬ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন সকালে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরির তোপের মুখে পড়ে ১১ রানে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট শূন্য ও ব্র্যান্ডন টেইলর ৭ রানে আউট হন। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টেইলর প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন।

এরপর সিন উইলিয়ামস ৯ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৭ রানে থামলে জিম্বাবুয়ের ইনিংসে ধস নামান অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার জাকারি ফৌকস। ৫৪ থেকে ৯৮ রানের মধ্যে জিম্বাবুয়ের ৫ উইকেট শিকার করেন ফৌকস। এসময় জিম্বাবুয়ের পাঁচ ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। 

৯৮ রানে নবম উইকেট পতনের পরও তিন নম্বরে নামা নিক ওয়েলচের দৃঢ়তায় ১শ রানের নীচে গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। ২৯তম ওভারের প্রথম বলে শেষ ব্যাটার তানাকা চিভাঙ্গাকে শূন্যতে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস ১১৭ রানে গুটিয়ে দেন নিউজিল্যান্ডের অভিষিক্ত পেসার জ্যাকব ডাফি।

প্রথম ইনিংসে ৩৮ রানে ৪ উইকেট নেওয়া ফৌকস দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৫ উইকেট শিকার করেন। ম্যাচে ২৫ ওভারে ৭৫ রানে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন ফৌকস। এর আগের রেকর্ডটি ছিল আরেক পেসার উইল ও’রুর্কের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে দক্ষিন আফ্রিকার বিপক্ষে অভিষেক টেস্টে ৩২.১ ওভারে ৯৩ রানে ৯ উইকেট শিকার করেছিলেন ও’রুর্ক।

প্রথম ইনিংসে ১৫৩ রানের সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড় হন কনওয়ে। সিরিজে ১৭ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হেনরি। 

প্রথম টেস্ট ৯ উইকেটে জিতেছিল নিউজিল্যান্ড। দুই ম্যাচের সিরিজে এই নিয়ে পঞ্চমবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ব্ল্যাক-ক্যাপসরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের কখনো লক্ষ্যবস্তু করা যাবে না : সিপিজে
না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সুযোগ বাতিলসহ আরপিও সংশোধনী চূড়ান্ত
পাঁচ শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল সবার যৌথ লড়াই: বরকত উল্লাহ বুলু
জ্বালানি উৎপাদনে চসিক মেয়রের সঙ্গে জাপান প্রতিনিধি দলের বৈঠক
১০