খুলনায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ২০:৪১

খুলনা, ৯ আগস্ট ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ শনিবার বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে সিটি কর্পোরেশন ফুটবল একাদশ ও জুলাই যোদ্ধা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি’র) প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

প্রধান অতিথি ফুটবল ম্যাচের শুরুতে জুলাই যোদ্ধা ফুটবল একাদশ ও সিটি কর্পোরেশন ফুটবল একাদশ এর দলীয় অধিনায়কদের মাঝে জার্সি বিতরণ করেন।

খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। খুলনা সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ, মহানগর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, কেসিসি’র প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা অয়োজক কমিটির আহবায়ক ও প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলিমুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইলের গাজা শহর দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে রাশিয়া
বাঁধন ও জারার ছবিযুক্ত বিকৃত পোস্ট শনাক্ত করল ফ্যাক্টওয়াচ
কীর্তিমান চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত 
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে বিএনপি
বিলুপ্তপ্রায় শীতল পাটি বাঁচিয়ে রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ
গাজীপুরের সাংবাদিক আনোয়ার হোসেনের মৃত্যু নিয়ে গুজব শনাক্ত: ফ্যাক্টওয়াচ
নোয়াখালীর সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি 
হাসপাতালে বসেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান পাচ্ছেন ক্যান্সার ও কিডনি রোগীরা 
বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা সরকারের অগ্রাধিকার : বিদ্যুৎ উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৩০ মিস কেস-এ ২০৯ জনের মধ্যে আটক ৮৪ আসামি
১০