লিভারপুল ছেড়ে আল-হিলালে নুনেজ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : লিভারপুল ছেড়ে আল-হিলালে যোগ দিয়েছেন ডারউইন নুনেজ। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর ফলে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা নিউক্যাসল ফরোয়ার্ড আলেক্সান্দার ইসাকের দিকে এখন আরো বেশী মনোযোগী হবে। 

তিন বছর আগে বেনফিকা থেকে ৭৫ মিলিয়ন ইউরোর প্রাথমিক চুক্তিতে লিভারপুরে যোগ দিয়েছিলেন নুনেজ। কিন্তু এরপর এই চুক্তির পরিমান বাড়াতে ব্যর্থ হন। 

অল রেডসদের হয়ে ১৪৩ ম্যাচে উরুগুইয়ান এই স্ট্রাইকার ৪০ গোল করেছেন। কিন্তু জার্গেন ক্লপ ও পরবর্তীতে আর্নে স্লটের অধীনে এ্যানফিল্ডে নিজের অবস্থান হারান। 

ব্রিটিশি বিভিন্ন গণমাধ্যমে দাবী ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে ৫৩ মিলিয়ন ইউরোতে আল-হিলাল দলে ভিড়িয়েছে। 

আল-হিলালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে আল-হিলাল ঘোষনা দিচ্ছে উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজকে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে দলভূক্ত করা হয়েছে।’

ইতোমধ্যেই লিভারপুল গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে হুগো একিটিকে, ফ্লোরিয়ান রিটজের সাথে দুই ফুল-ব্যাক মিলোস কারকেজ ও জেরেমি ফ্রিমপংকে দলে নিয়েছে। 

তবে ইসাককে দলে নিয়ে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভাঙ্গার সুযোগ রয়েছে লিভারপুলের। প্রথম বিডে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাববে রাজী হয়নি নিউক্যাসল। সুইডিশ এই স্ট্রাইকারের জন্য নিউক্যাসল ১৫০ মিলিয়ন পাউন্ড দাবী জানিয়েছে।  

লুইস দিয়াজ, জারেল কুয়ানশাহ, কায়োমিন কেলেহার, ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড ও টাইলার মরটনের বিদায়ের পর নুনেজকে ছেড়ে দিয়ে ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল প্রায় ২০০ মিলিয়ন ইউরো আয় করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কৃষক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য গ্রেফতার
পিরোজপুরে সাবেক সাব-রেজিস্ট্রার ও তার স্ত্রীর বিরুদ্ধে  দুদকের মামলা
সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন
দেশব্যাপী বিভ্রাটের পর ইরাকে বিদ্যুৎ সরবরাহ চালু
ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম আর নেই
পিতার জবানবন্দি : একমাত্র পুত্রকে হারিয়ে পাগলের মতো জীবন যাপন করছি
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হবে : চরমোনাইর পীর 
জনগণের রায় নিয়ে সরকার গঠন করলে মিলে-মিশে দেশ পরিচালনা করবে বিএনপি : তারেক রহমান 
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডা যাচ্ছেন সিইসি
১০