ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়া কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ। এতে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের খেলার সুযোগ অনিশ্চয়তার মধ্যে ঝুলে রইল। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সরাসরি মূল পর্বে খেলতে পারত তারা। এখন সব গ্রুপের রানার্স-আপ দলগুলোর মধ্যে সেরা তিন দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে।
বর্তমানে সেরা রানার্স-আপ দলের তালিকায় তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। কিন্তু এখনও অন্যান্য গ্রুপের বেশ কিছু ম্যাচ বাকী আছে। গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশের মূল পর্বে খেলা।
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে ৬ পয়েন্ট এবং গোল গড়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে ছিল বাংলাদেশ। মূল পর্বে খেলার জন্য মাত্র ১ পয়েন্ট দরকার ছিল তাদের। সেই লক্ষ্যে নিয়ে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ।
ম্যাচের ১৫ মিনিটে তৃষ্ণা রানীর গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। ডি বক্সের কাছাকাছি থেকে মার্ডিকে বল পাস দেন সাগরিকা। বক্সের মধ্যে থেকে মার্ডির শট রুখে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক হায়েবিন। ফিরতি বলে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে দেন তৃষ্ণা।
তৃষ্ণার গোলে পাওয়া লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১৯ মিনিটে লি হাইউনের গোলে ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।
প্রথমার্ধের বাকী সময় আক্রমণের ধার বজায় রাখলেও কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দক্ষিণ কোরিয়াকে লিড এনে দেন চো হাই-ইয়ং। ২-১ গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। ৬০ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন চো হাই-ইয়ং। ৩-১ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দক্ষিণ কোরিয়া।
ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। কিন্তু দক্ষিণ কোরিয়ার রক্ষণভাগে ফাটল ধরাতে পারছিল না তারা। উল্টো ৮৭ মিনিটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি থেকে দক্ষিণ কোরিয়াকে চতুর্থ গোল এনে দেন লি হাইউন।
৯০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন লি হাইউন। তার হ্যাটট্রিকে ৫-১ গোলে লিড নেয় দক্ষিণ কোরিয়া।
ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জিন হায়েরিন।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। এরপর তিমুর লেস্তেকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ।