বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৯:৩৪ আপডেট: : ১০ আগস্ট ২০২৫, ১৯:৪০

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

ছয় ঘণ্টাব্যাপী সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়ায় অবস্থান করা বিসিবি সভাপতি  সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনে সভায় যোগ দেন। 

সভার শুরুতে নিজ-নিজ বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ১০ মিনিট নিজেদের বক্তব্য তুলে ধরেন ২৫ বিভাগের পরিচালকরা। পরে, মূল আলোচনা শুরু হয়। বোর্ড সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। 

বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলো :

তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমার জন্য একটি নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় বিসিবি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। আগামী তিন দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করা হবে।

আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।

বিপিএলের জন্য রাজশাহীতে ১৬টি অনুশীলন পিচ এবং অন্যান্য সুযোগ-সুবিধা। 

বরিশালে আটটি অনুশীলন পিচ এবং দু’টি সেন্টার উইকেট তৈরি করা।

বান্দরবান স্টেডিয়ামে ম্যাচ এবং অনুশীলন উইকেট প্রস্তুত করা

দুই বছরের চুক্তিতে টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে টনি হেমিংকে নিয়োগ।

বোর্ডের দুর্নীতি দমন ইউনিট পুনর্গঠনের জন্য আইসিসি থেকে পরামর্শক নিয়োগ।
ক্রিকেট পর্যটনের জন্য পর্যটন বোর্ডের সাথে পাঁচ বছরের চুক্তি।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পনসর এবং টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বানের অনুমতি।

সাবেক ক্রিকেটার, সংগঠকদের  আর্থিক সহায়তা অনুমোদন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০