ডেভিডের ব্যাটিং নৈপুণ্যে জয় দিয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:১৩

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : টিম ডেভিডের দায়িত্বশীল ইনিংসের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। 

আজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ডেভিড ৫২ বলে ৮৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। 

ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ৩০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ১৩, ট্রাভিস হেড ২ ও জশ ইংলিশ শূন্য রানে ফিরেন। 

এরপর ক্যামেরন গ্রিনের ঝড়ো ব্যাটিংয়ে শুরুর চাপ কাটিয়ে উঠতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ৪টি চার ও ৩টি ছক্কায় ১৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন গ্রিন। 

গ্রিন ঝড়ের পর ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। ৭৫ রানে ৬ উইকেট হারায় অসিরা। 

চাপে পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান ডেভিড ও বেন ডোয়ারশিস। সপ্তম উইকেটে ৪২ বলে ৫৯ রান যোগ করেন তারা। এই জুটিতে ২৯ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি করেন ডেভিড। 

ডোয়ারশিস ১৭ রানে থামলেও অস্ট্রেলিয়াকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন ডেভিড। ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৮ রান করে অসিরা। ৪টি চার ও ৮টি ছক্কায় ৫২ বলে ৮৩ রান করেন ডেভিড। 

দক্ষিণ আফ্রিকার কিউনা মাপাকা ২০ রানে ৪ উইকেট নেন। 

জবাবে ৪৮ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক আইডেন মার্করাম ১২, লুহান ড্রি প্রিটোরিয়াস ১৪ ও ডেওয়াল্ড ব্রেভিস ২ রানে আউট হন। 

চতুর্থ উইকেটে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবসের ৫২ বলে ৭২ রানের জুটিতে লড়াইয়ে থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৩ রানের ব্যবধানে মিডল অর্ডারে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। স্টাবস ৩৭, জিওর্জি লিন্ডে-সেনুরান মুথুসামি শূন্য ও কর্বিন বশ ২ রানে আউট হন। 

১৬ ওভার শেষে ১২৩ রানে সপ্তম উইকেট পতনের পরও দক্ষিণ আফ্রিকার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন রিকেলটন। 

শেষ ওভারে ২১ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার। কিন্তু ক্রিজে থেকেও দলের আশা পূরণ করতে পারেননি রিকেলটন। পেসার ডোয়ারশিসের ঐ ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৩ রান পায় প্রোটিয়ারা। ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে তারা। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৭১ রান করেন রিকেলটন।

অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও  ডোয়ারশিস ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ডেভিড। 

আগামী ১২ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০