ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : আজ জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক্স টার্ফে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ফিটনেস পরীক্ষা দুই ভাগে সম্পন্ন করা হয়। এই পরীক্ষায় সবার চেয়ে ভালো করেছেন দুই পেসার নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।
ওয়ার্ম-আপের পর বিরতি ছাড়াই ১৬শ মিটার দৌড়াতে হয় ক্রিকেটারদের। ১৬ মিটার দৌড়ে তানজিমের চেয়ে ভাল করেছেন নাহিদ।
৫ মিনিট ৩১ সেকেন্ড সময় নেন নাহিদ। ৫ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড় শেষ করেন তানজিম।
জাতীয় দলের জন্য তিনটি বিভাগে ফিটনেস পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেউ ৫ মিনিট ৪০ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে, তাকে ‘এলিট’ হিসেবে বিবেচনা করা হয়।
আবার ৫ মিনিট ৪০ সেকেন্ড থেকে ৬ মিনিট ২০ সেকেন্ড সময় নিলে, সেটি ‘কম্পিটেন্ট’ বা ‘সন্তোষজনক’ হিসেবে বিবেচনা করা হয়। এর চেয়ে বেশি সময় লাগলে সেটি ‘লিমিটেড’ হিসেবে ধরা হয়।
তাই ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র ‘এলিট’ নাহিদ।
দু’জন বাদে সকলে ফিটনেস পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ হয়েছেন। এশিয়া কাপের জন্য মিরপুরে দুই দিনের ফিটনেস ক্যাম্পের পর এই পরীক্ষা দেন ক্রিকেটাররা।
দেশের বাইরে থাকায় ফিটনেস পরীক্ষায় অংশ নেননি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং ব্যাটার তাওহিদ হৃদয়। এশিয়া কাপের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত ‘এ’ দলের চার ক্রিকেটারও এই পরীক্ষায় ছিলেন না। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন তারা।
এশিয়া কাপের প্রাথমিক দলে না থাকলেও ফিটনেস পরীক্ষায় অংশ নেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, হাসান মুরাদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আমিত হাসান এবং পেসার এনামুল হকের মতো ক্রিকেটাররা।