চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২১:২২

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ (বাসস) : প্রথমবারের মত এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে  বাংলাদেশ।

রানার্স-আপ  আট দলের মধ্যে তৃতীয় স্থানে থাকার সুবাদে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ।

আজ দুপুরে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যাওয়ায় বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনিশ্চয়তার মুখে পড়ে। তবে আট গ্রুপের রানার্স-আপ হওয়া দলগুলোর মধ্যে সেরা তিনের মধ্যে থাকলে মূল পর্বে খেলার সুযোগ ছিল বাংলাদেশের।

সন্ধ্যায় ‘ই’ গ্রুপে চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হেরে যাওয়ায় বাংলাদেশের মূল পর্বে খেলা নিশ্চিত হয়। 

গ্রুপ রানার্স-আপ বাংলাদেশ ও লেবাননের পয়েন্ট সমান ৬ হলেও গোল গড়ে এগিয়ে মূল পর্বে খেলা  নিশ্চিত হয় বাংলাদেশ দলের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ বাছাই শুরু করে বাংলাদেশ। এরপর তিমুর লেস্তেকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০