এশিয়া কাপের পরই বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামী ৯-২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৭তম আসর। এশিয়া কাপ শেষ হবার পরপরই তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। 

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের দুই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এটি আফগানিস্তানের হোম সিরিজ। ২০২৪ সালে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে থাকা সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছিল। 

এসিবির খসড়া সূচি অনুযায়ী, ২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে দ্বিপাক্ষীক সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে- ৪ ও ৬ অক্টোবর। 

টি-টোয়েন্টি শেষে ৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজে বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে- ১১ ও ১৪ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি এসিবি।

বাংলাদেশের বিপক্ষে দুই ফরম্যাটের সিরিজের সূচি নিশ্চিত হওয়ায় আনন্দিত এসিবির প্রধান নির্বাহী নাসীব খান, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রশ্রিুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপভোগ করবে সমর্থকরা।’

২০২৩ সালের পর টি-টোয়েন্টি ও ২০২৪ সালের পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০