২৮ রান প্রয়োজন লিটনের

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৩ আপডেট: : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
ফাইল ছবি

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে  সর্বোচ্চ রানের মালিক হতে ২৮ রান প্রয়োজন লিটন দাসের।

এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ অধিনায়ক লিটন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২ হাজার ৫৫১ রান করেছেন ২০০৬ সালে অভিষেক হওয়া সাকিব।

২০১৫ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন লিটন। সাকিবকে টপকে যেতে ২৮ রান প্রয়োজন লিটনের।

ব্যাট হাতে বর্তমানে দারুণ ছন্দে আছেন লিটন। শেষ ৫টির মধ্যে তিন ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন।

গেল মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৩ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ১৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান লিটন। এর মাধ্যমে সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি।

এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে টপকে যান তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১২ ম্যাচে ৭৮টি ছক্কা মেরেছেন লিটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
গাজায় যুদ্ধ বন্ধে কাতারের ‘গঠনমূলক ভূমিকা’ সমর্থন করে যুক্তরাষ্ট্র : রুবিও
ইইউ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ
দিনাজপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল খায়ের ভূঁইয়া
সিলেটের রশিদপুর থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
দুর্গাপূজা উদযাপনে রংপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 
পিআর পদ্ধতি জনমনে বিভ্রান্তি তৈরি করবে : রুহুল কবির রিজভী
উর্ধ্বমুখী ধারায় ফিরলো শেয়ার বাজার
১০