ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে দুই হাজারের কম বল খেলে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে তিন হাজার রান পূর্ণ করে রেকর্ড গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম।
চলমান এশিয়া কাপে ‘এ’ গ্রুপের ম্যাচে গত রাতে ওমানের বিপক্ষে ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলার পথে বিশ্বের ১১তম ও আরব আমিরাতের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়াসিম।
টি-টোয়েন্টিতে ৩ হাজার রান করতে ১ হাজার ৯৪৭ বল খেলেছেন ওয়াসিম। যা বল মোকাবেলা বিবেচনায় ৩ হাজার রানের বেলায় দ্রুততম। ৩১ বছর বয়সী ওয়াসিম এর মাধ্যমে ইংল্যান্ডের জশ বাটলারের রেকর্ড ভাঙ্গেন। ২ হাজার ৬৮ বল খেলে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেছিলেন বাটলার।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার অ্যারন ফিঞ্চ। ২ হাজার ৭৭ বল খেলে ৩ হাজার করেছেন তিনি।