প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ইংল্যান্ড-আয়ারল্যান্ড

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৫

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। আগামীকাল থেকে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দু’দল। 

আয়ারল্যান্ডের ডাবলিনে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে দু’বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-আয়ারল্যান্ড। দু’বারই বিশ্বকাপের মঞ্চে। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ২০২২ সালে অস্ট্রেলিয়া মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা হয় দু’দলের।

ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ইংল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপের ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছিল আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে রেকর্ড গড়তে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক ২১ বছর বয়সী জ্যাকব বেথেল। এখনও এই রেকর্ডের মালিক মন্টি বাউডেন।  ১৯৮৮/৮৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ৪টি টেস্ট, ১৫টি করে ওয়ানডে ও টি২০ ম্যাচ খেলেছেন বেথেল।

অধিনায়ক হিসেবে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখতে চান বেথেল, ‘অবশ্যই অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে জয় পেতে চাই। সেই সাথে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও জিততে চাই।’

অভিজ্ঞ তিন পেসার মার্ক অ্যাডায়ার-জশ লিটল ও ফিওন হ্যান্ডকে ছাড়াই ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। তিনজনই ইনজুরি থেকে সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার বেন কালিটজ।

সিরিজ নিয়ে আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘আমরা সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামব। তবে আমাদের জন্য কাজটি সহজ হবে না। তিন বিভাগেই ভাল ক্রিকেট খেলতে হবে এবং ইংল্যান্ডের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে হবে।’

সিরিজের শেষ দুই ম্যাচ যথাক্রমে- ১৯ ও ২১ সেপ্টেম্বরে ডাবলিনেই অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড দল : জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, বেন কালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, ব্যারি ম্যাকার্থি, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম কাস্টমসে দুদকের অভিযান, ঘুষের টাকাসহ রাজস্ব কর্মকর্তা গ্রেপ্তার
কোনো ষড়যন্ত্রই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না : ডা. জাহিদ হোসেন
জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
রাকসু নির্বাচনে ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে : আরএমপি কমিশনার
ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ 
৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা
১০