আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এ ম্যাচ হারলে গ্রুপ পর্বেই এশিয়া কাপ শেষ হবে বাংলাদেশের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। ২ ম্যাচে ২ পয়েন্ট আছে বাংলাদেশের।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মাহেদি হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে আফগানিস্তান। ঐ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ও সাতটিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গাজনফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
পুলিশের ৯ পরিদর্শক অবসরে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
ক্রীড়া পরিদপ্তর, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিএআরআই-এ দুদকের অভিযান
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি
কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই
তানজিদের ঝড়ো হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান
ডিআরইউ সদস্যদের ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ
বাউল আবদুল করিমের শিষ্য বাউল বশির সরকার আর নেই
বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে : ড. আনিসুজ্জামান চৌধুরী
রাজধানীতে গফরগাঁওয়ের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার
১০