আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এ ম্যাচ হারলে গ্রুপ পর্বেই এশিয়া কাপ শেষ হবে বাংলাদেশের।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় টাইগাররা। ২ ম্যাচে ২ পয়েন্ট আছে বাংলাদেশের।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে চার পরিবর্তন এনে মাঠে নেমেছে বাংলাদেশ। পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মাহেদি হাসানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

হংকংকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করে আফগানিস্তান। ঐ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে ১২ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ও সাতটিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, করিম জানাত, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গাজনফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০