আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলবেন মুশফিকুর

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী হলে মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হয় মুশফিকের। 

আগে থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত ছিল। কিন্তু আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। 

কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজই বহাল রাখে দু’দেশের ক্রিকেট বোর্ড। 

২০২৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৯৮ টেস্টে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজারের বেশি রান করেছেন মুশি। টেস্টে তার ব্যক্তিগত ২১৯ রান লাল বলের ফরম্যাটে বাংলাদেশের পক্ষে যেকোন ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রমতে জানা গেছে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকের শততম টেস্ট।

নানা আয়োজনে মুশফিকের শততম টেস্ট বিসিবি স্মরণীয় করে রাখবে বলে আশা করা হচ্ছে।

টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের পর লর্ডসের ভেন্যুতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে ২০০৫ সালে ১৮ বছর বয়সে অভিষেক হয় মুশফিকের। 

২০ বছর পর শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ৩৭ বছর বয়সী মুশফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০