আয়ারল্যান্ডের বিপক্ষে শততম টেস্ট খেলবেন মুশফিকুর

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামবেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। 

আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগ্রহী হলে মাইলফলক স্পর্শ করার সুযোগ তৈরি হয় মুশফিকের। 

আগে থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ নির্ধারিত ছিল। কিন্তু আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট বাদ দিয়ে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছিল। 

কিন্তু আলোচনার মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজই বহাল রাখে দু’দেশের ক্রিকেট বোর্ড। 

২০২৫ সালের মে’তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। ইতোমধ্যে বাংলাদেশের হয়ে ৯৮ টেস্টে ৩৮.১২ গড়ে ৬৩২৮ রান করেছেন তিনি। একমাত্র বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজারের বেশি রান করেছেন মুশি। টেস্টে তার ব্যক্তিগত ২১৯ রান লাল বলের ফরম্যাটে বাংলাদেশের পক্ষে যেকোন ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রমতে জানা গেছে ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট এবং ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে মুশফিকের শততম টেস্ট।

নানা আয়োজনে মুশফিকের শততম টেস্ট বিসিবি স্মরণীয় করে রাখবে বলে আশা করা হচ্ছে।

টেস্ট শেষে ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর ঢাকায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারের পর লর্ডসের ভেন্যুতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট খেলোয়াড় হিসেবে ২০০৫ সালে ১৮ বছর বয়সে অভিষেক হয় মুশফিকের। 

২০ বছর পর শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে ৩৭ বছর বয়সী মুশফিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকার ইন্দিরা রোড থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযান মদসহ আটক ৩
রাজধানীতে আওয়ামী লীগের আরও ১১ নেতাকর্মী গ্রেফতার
আফগানিস্তাকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলংকা
মোহনগঞ্জের সুয়াইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান গ্রেফতার 
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৯ জন
নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চলমান সংস্কার প্রক্রিয়ায় বিএনপি ইতিমধ্যেই ৬০-৭০ শতাংশ একমত: মঈন খান
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা জারি
১০