নবি ঝড়ে শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান

বাসস
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৪ আপডেট: : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : মোহাম্মদ নবির ঝড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকাকে জয়ের জন্য ১৭০ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানরা। মাত্র ২২ বলে ৬০ রান করেন নবি। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে দ্রুত রান তুলতে থাকেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও সেদিকুল্লাহ আতাল। ২ ওভারে ২৬ রান যোগ করেন তারা। তৃতীয় ওভারে জোড়া ধাক্কা খায় আফগানিস্তান। গুরবাজ ২টি চারে ৮ বলে ১৪ এবং তিন নম্বরে নামা করিম জানাত ১ রানে পেসার নুয়ান থুসারার বলে আউট হন। 

ভাল শুরু করেও পাওয়ার প্লেতে সাজঘরে ফিরেন ১৪ বলে ১৮ রান করা আতাল। এরপর মাঝের ওভারে ১৫ রানে ৩ উইকেট হারালে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় আফগানিস্তানের। ৬ উইকেটে ৭৯ রানে পরিণত হয় আফগানরা। এসময় দারউইশ রাসুলি ৯, আজমতুল্লাহ ওমারজাই ৬ ও ইব্রাহিম জাদরান ২৪ রানে আউট হন। 

সপ্তম উইকেটে ৩০ বলে ৩৫ রানের জুটিতে আফগানিস্তানের রান ১শ পার করেন মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৪ রান করা রশিদকে শিকার করে জুটি ভাঙ্গেন থুসারা। 

১৮তম ওভারের প্রথম ডেলিভারিতে রশিদ ফেরার পরের পাঁচ বল থেকে ৬ রান পায় আফগানিস্তান। ১৯তম ওভারে নবির ৩টি চারে ১৭ রান ওঠে। 

স্পিনার দুনিথ ওয়েলালাগের শেষ ওভার থেকে পাঁচটি ছক্কায় ৩২ রান তুলেন নবি। এতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

ইনিংসের শেষ বলে রান আউটের আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৬০ রান করেন নবি। মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অন্যপ্রান্তে ৬ রানে অপরাজিত থাকেন নূর আহমাদ। শ্রীলংকার থুসারা ১৮ রানে ৪ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০