নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে পাঁচ নতুন মুখ

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

ঢাকা, ১৯ সেপ্টেম্বর. ২০২৫ (বাসস) : পাঁচ নতুন মুখ নিয়ে নেপালের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিুউআইসিবি)।

আগামী মাসের শুরুতে ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ থাকায় নেপালের বিপক্ষে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মূল দলের অনেকেই খেলবেন না। তাই টি-টোয়েন্টিকে ক্যারিবীয়দের নেতৃত্ব দেবেন আকিল হোসেন। এই প্রথমবারের মত দলের অধিনায়কত্ব করবেন তিনি।

আকিলের সাথে অভিজ্ঞদের মধ্যে দলে আছেন- জেসন হোল্ডার, কাইল মায়ার্স, ফ্যাবিয়ান অ্যালেন।  

নতুন খেলোয়াড়দের মধ্যে আছেন- ব্যাটার আকিম অগাস্টে, ব্যাটিং অলরাউন্ডার নাভিন বিদাইসে, লেগ স্পিনার জিশান মোতারা, বাঁ-হাতি পেসার র‌্যামন সিমন্ডস এবং উইকেটরক্ষক-ব্যাটার আমির জাঙ্গু।

এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে আটটি টি-টোয়েন্টি খেলা ব্যাটার করিমা গোরও প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পেয়েছেন।

গোরের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হলেও, তার বাবা-মা অ্যান্টিগার নাগরিক। তাই বয়স ভিত্তিক পর্যায়ে অ্যান্টিগায় ক্রিকেটে খেলেছেন তিনি। চলমান ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে ১১ ম্যাচে ২১৯ রান করেছেন গোরে।

এবারই প্রথম নেপালের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটির আয়োজক নেপাল। কিন্তু সিরিজের সবগুলো ম্যাচ হবে শারজাহতে। আগামী ২৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ দল : আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগাস্টে, নাভিন বিদাইসে, জেডিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, জিশান মোতারা, র‌্যামন সিমন্ডস, শামার স্প্রিঞ্জার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কমনওয়েলথ বিচ হ্যান্ডবলে ভারতকে হারাল বাংলাদেশ
জয় দিয়ে সুপার ফোর শুরু করতে চায় বাংলাদেশ
ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত
রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল
দিল্লিতে বৃষ্টি পড়লে এদেশে ছাতা ধরার অপচেষ্টা রুখে দিতে হবে : রেজাউল করীম
সাবেক সংসদ সদস্য ডা. কামারুজ্জামানের ইন্তেকাল
নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় 
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নির্বাচন কমিশন চাইলে সুষ্ঠু নির্বাচন করতে পারে: ড. ইফতেখারুজ্জামান 
রাজধানীতে ১১০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 
১০