ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর পদ পেলেন তামিম

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
ফাইল ছবি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) :  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর পদ পেয়েছেন তামিম ইকবাল।

বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন দেশের সর্বকালের সেরা ওপেনার তামিম। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। 

নির্বাচনে প্রার্থী হতে  প্রথম পদক্ষেপ কাউন্সিলর পদ। 

এর আগে বিসিবি কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়া সময়সীমা ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

প্রাথমিকভাবে কাউন্সিলর মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা ছিল ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেটি ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

৪ অক্টোবর অনুষ্ঠিতব্য আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য কাউন্সিলর তালিকা গুরুত্বপূর্ণ।

বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন মোট ২৫ জন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বুলবুল এবং তামিম ছাড়া বিসিবি সভাপতি পদে নির্বাচনের জন্য এখনও কেউ আগ্রহ দেখাননি। তবে কাউন্সিলর তালিকা দেখে কেউ কেউ বিসিবির শীর্ষ পদের বিষয়ে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০