বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল শুরু

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৬
ছবি : বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা।

আজ বিকেলে জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোনের কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজের সভাপতিত্বে এসময় বান্দরবান সেনা জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদ, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিুকল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক  থুইসিং প্রু লুবুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে রুমা উপজেলা ফুটবল দল-রোয়াংছড়ি উপজেলা ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময় কোনো গোল না হলে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় বান্দরবানের সাতটি উপজেলা ও একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশ নিচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০