জার্মানীর বিশ্বকাপ জয়ী সেন্টার-ব্যাক বোয়াটেংয়ের অবসরের ঘোষনা

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

ঢাকা, ২০ সেপ্টেম্বর,  ২০২৫ (বাসস) : ২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মানীর সাবেক ডিফেন্ডার জেরোম বোয়াটেং সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন।

৩৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমি খেলেছি। এই সময়ে বড় ক্লাবের পাশাপাশি দেশকেও প্রতিনিধিত্ব করেছি। আমি জিততে, হারতে শিখেছি ও একইসাথে অনেক কিছুর মধ্যে এগিয়ে যেতে শিখেছি। ফুটবল আমাকে অনেক দিয়েছে। এখন সময় হয়েছে বিদায় নেবার। এমন নয় যে বাধ্য হয়ে আমি এটা করছি, আমি এখন অবসরের জন্য প্রস্তুত। সে কারনেই এই ঘোষনা দিচ্ছি। সবকিছুর জন্য দল, সমর্থকসহ যারা আমাকে সমর্থন দিয়েছে সবার প্রতি কৃতজ্ঞ। সর্বোপরী আমার পরিবার ও আমার সন্তানদের কথা না বললেই না। তারা সবসময়ই আমার পাশে ছিল।’

জার্মান জাতীয় দলের হয়ে বোয়াটেং ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গোল করেছেন একটি। 

২০১৩ ও ২০২০ সালে বায়ার্ন মিউনিখের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও নয়টি বুন্দেসলিগা শিরোপা জয় করেছেন। 

বার্লিনে জন্মগ্রহণকারী বোয়াটেং তার এক বছরের বড় সৎভাই কেভিন-প্রিন্সসহ হার্থা বার্লিন একাডেমি থেকে উঠে এসেছেন। হামবুর্গ ও ম্যানচেস্টার সিটিতে সংক্ষিপ্ত সময় থাকার পর বোয়াটেং বায়ার্নে পাড়ি জমান। 

২০২১ সালে বায়ার্ন ছাড়ার পর বোয়াটেং বিভিন্ন দেশের ক্লাবে খেলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্রান্সের লিঁও, ইতালির সালেরনিতানা ও অস্ট্রিয়ার এলএএসকে। আগস্টের মাঝামাঝি সময় বোয়টেং এলএএসকে’র সাথে চুক্তি বাতিল করেন। 

ক্যারিয়রের শেষের দিকে বোয়াটেংকে ঘিড়ে সাবেক স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। বিভিন্ন বিষয় পর্যবেক্ষনের পর আদালত বোয়াটেংকে সতর্ক করার পাশাপাশি স্থগিত জরিমানা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
১০