বির্তককে সঙ্গী করে কাল সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপ ১৭তম আসরের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে দেখা হয়েছিল দু’দলের। ঐ ম্যাচে জয় পেয়েছিল ভারত।


পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে ভারতের কাছে প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই।

এবারের এশিয়া কাপে ‘এ’ গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। গত সপ্তাহে দুবাইয়ে মুখোমুখি হয়েছিল দু’দল। ম্যাচ শেষে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে ক্রিকেট অঙ্গনে বির্তক তুঙ্গে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, ‘ক্রিকেট এবং রাজনীতি এক সাথে চলতে পারে না। ভারতের বিপক্ষে ম্যাচ থেকে এই সঙ্কট শুরু হয়েছে।’

হাত না মেলানোর বির্তকের মাঝেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে পাকিস্তান দলকে। ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় পাকিস্তান।

১২৮ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ২৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। 

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের পথ পরিস্কার করে ভারত। তবে ভারতের কাছে হেরে যাওয়ায় সুপার ফোর নিয়ে চিন্তায় পড়ে ওমানকে হারিয়ে এশিয়া কাপ শুরু  করা পাকিস্তান। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে সুপার ফোরে নাম লেখায় পাকিস্তান। 

গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চায় পাকিস্তান। ব্যাটার ফখর জামান বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভারতের কাছে হেরেছি। এবার আমরা জয়ের জন্য মুখিয়ে আছি। সুপার ফোরের শুরুটা ভালভাবে করতে চাই আমরা। ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে ভারতের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ।’

গ্রুপ পর্বে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ফখর জামান। ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯০ রান করেছেন তিনি। এরপর আছেন মোহাম্মদ হারিস। ১টি অর্ধশতকে ৩ ইনিংসে ৮৭ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

বোলারদের মধ্যে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন ওপেনার ও স্পিনার সাইম আইয়ুব। ৩ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি। এরমধ্যে ভারতের বিপক্ষেই ৩ উইকেট শিকার করেছিলেন সাইম। কিন্তুতিন ম্যাচের সবগুলোতেই শূন্য হাতে সাজঘরে ফিরে অনাকাঙ্খিত রেকর্ডের মালিক হয়েছেন সাইম।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে ওঠে ভারত। গতরাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারিয়েছে তারা। গ্রুপ পর্বের পারফরমেন্স সুপার ফোরে অব্যাহত রাখার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটার সঞ্জু স্যামসন। ওমানের বিপক্ষে ম্যাচ সেরা হওয়া স্যামসন বলেন, ‘গ্রুপ পর্বে আমরা ভাল ক্রিকেট খেলেছি। এই পারফরমেন্স অব্যাহত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পাকিস্তান ভাল ও শক্তিশালী দল। তাই আমাদের সর্তক থাকতে হবে এবং মাঠের ক্রিকেটে ফোকাস করতে হবে।’

গ্রুপ পর্বে রান বিবেচনায় ভারতের সেরা ব্যাটার অভিষেক শর্মা। ৩ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৯৯ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান তিলক ভার্মার। তার ব্যাট থেকে এসেছে ৬০ রান।

বোলিংয়ে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে শীর্ষে আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকি।

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২০ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এরমধ্যে ভারতের জয় ১১ বার ও পাকিস্তানের ৬বার। ৩ ম্যাচ পরিত্যক্ত হয়। 

টি-টোয়েন্টি ফরম্যাটে সব মিলিয়ে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এরমধ্যে ভারত ১০ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। ১টি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচ বল আউটে জয় পায় ভারত।

পাকিস্তান : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
১০