কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কাল থেকে শুরু হচ্ছে কিউট-বিএসপিএর স্পোর্টস কার্নিভাল। 

গত দশ বছর ধরে সদস্যদের জন্য এই স্পোর্টস কার্নিভাল আয়োজন করছে বিএসপিএ।  

প্রথম বারের মতো এবার এই আয়োজনে সহায়তা দিচ্ছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।

আগামীকাল সকাল ১১টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) কাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। 

এবার ৯ স্পোর্টস ডিসিপ্লিনের ১৪ ইভেন্টে অংশ নেবেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ডিসিপ্লিনগুলো হলো আরচ্যারি, ক্যারম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, এ্যাথলেটিক্স, কলব্রিজ, টোয়েন্টিনাইন ও শুটিং। 

সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে। 

কার্নিভাল উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটরিয়ামের সম্মেলন কক্ষে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসপিএ’র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বিএসপিএ’র ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম ও সদস্য সচিব আবু হোরায়রা তামিম। 

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য থাকছে ক্রেস্ট ও অর্থ পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
১০