ভারতের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে আর্শদীপের রেকর্ড

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ভারতের প্রথম ও বিশ্বের ২৫তম বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ উইকেট শিকারের ক্লাব নাম লিখিয়েছেন বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। 

গতরাতে এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১শ উইকেট পূর্ণ করেন আর্শদীপ। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে ওমানের ভিনায়েক শুক্লাকে শিকার করে ১শতম উইকেট নেন তিনি। 

২০২২ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় আর্শদীপের। ৬৪ ম্যাচে ক্যারিয়ারের ১শ উইকেট শিকার করেছেন তিনি। টি-টোয়েন্টিতে দ্রুত ১শ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে নাম লিখিয়েছেন আর্শদীপ। 

আর্শদীপের পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার যুজবেন্দ্রা চাহাল। ৮০ ম্যাচে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তৃতীয় স্থানে থাকা হার্ডিক পান্ডিয়ারও উইকেট সংখ্যা ৯৬। তবে পান্ডিয়া ম্যাচ খেলেছেন ১১৭টি। ৭২ ম্যাচে ৯২ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন জসপ্রিত বুমরাহ।

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড আফগানিস্তানের রশিদ খানের। ১০৩ ম্যাচে ১৭৩ উইকেট নিয়েছেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০