ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
গতরাতে আয়ারল্যান্ডের ডাবলিনে সকাল থেকে বৃষ্টি অব্যাহত ছিল। তাই টস ছাড়াই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।
এই মাঠেই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। এ ম্যাচে টস করতে নেমে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়েন জ্যাকব বেথেল। ১৮৮৯ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে ২৩ বছর ১৪৪ দিন বয়সে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন মন্টি বাউডেন।
২১ বছর ৩২৯ দিন বয়সে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে রেকর্ড দখলে নিলেন বেথেল।
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৬ রান করে আয়ারল্যান্ড। জবাবে ১৪ বল বাকী রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড। এই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে দু’দল।