ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আজ আটটি ম্যাট অনুষ্ঠিত হয়েছে।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এবং হকি স্টেডিয়ামে আজ প্লেট পর্বে বালিকা বিভাগে তিনটি ও বালক বিভাগে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বালিকা বিভাগে শেরে বাংলা বালিকা মহা বিদ্যালয় ৯-০ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে । প্রধমার্ধে বিজয়ী দল ৭-০ গোলে এগিয়ে ছিল।
পরের ম্যাচগুলোতে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৩-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী ৫-০ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে।
বালক বিভাগে ঢাকা গভ: মুসলিম হাই স্কুল ১৫-৮ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ৬-৪ গোলে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ২০-৭ গোলে নৌবাহিনী কলেজকে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৩-৮ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে।
উইলস লিটল ফ্লাওয়ার ও মতিঝিল গভ. বয়েজের মধ্যকার ম্যাচটি ৬-৬ গোলে ড্র হয়েছে। প্রধমার্ধে ৪-৩ গোলে এগিয়ে ছিল উইলস লিটল ফ্লাওয়ার।