পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আটটি ম্যাচ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে আজ আটটি ম্যাট অনুষ্ঠিত হয়েছে। 

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এবং হকি স্টেডিয়ামে আজ প্লেট পর্বে বালিকা বিভাগে তিনটি ও বালক বিভাগে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

বালিকা বিভাগে শেরে বাংলা বালিকা মহা বিদ্যালয় ৯-০ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে । প্রধমার্ধে বিজয়ী দল ৭-০ গোলে এগিয়ে ছিল।

পরের ম্যাচগুলোতে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৩-০ গোলে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী ৫-০ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে। 

বালক বিভাগে ঢাকা গভ: মুসলিম হাই স্কুল ১৫-৮ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজকে, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ৬-৪ গোলে জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ২০-৭ গোলে নৌবাহিনী কলেজকে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৩-৮ গোলে হারিয়েছে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে। 

উইলস লিটল ফ্লাওয়ার ও মতিঝিল গভ. বয়েজের মধ্যকার ম্যাচটি ৬-৬ গোলে ড্র হয়েছে। প্রধমার্ধে ৪-৩ গোলে এগিয়ে ছিল উইলস লিটল ফ্লাওয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০