ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামীকাল এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ম্যাচের আগে আজ নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট দল। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রকাশিত সময়সূচী অনুসারে, আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাকিস্তানের একজন খেলোয়াড় বা কোচিং স্টাফের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিন্তু সংবাদ সম্মেলনে আসেনি পাকিস্তানের দলের কেউই। সংবাদ সম্মেলন বাতিলের কারণ এখনও জানায়নি পাকিস্তান।

নির্ধারিত সময় অনুসারে দুবাইয়ের আইসিসি একাডেমিতে সন্ধ্যা ৬টা থেকে তিন ঘন্টা অনুশীলন করার কথা ছিল পাকিস্তানের। সেই অনুশীলন সঠিক সময়ই শুরু করে তারা। 

এনিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগেও সংবাদ সম্মেলন বাতিল করেছিল তারা। 

মূলত পাকিস্তান-ভারত ম্যাচ শেষে বির্তকের জন্ম হয়। ঐ ম্যাচ শেষে পাকিস্তানের সাথে হাত মেলায়নি ভারতের ক্রিকেটাররা। এছাড়াও ভারতের বিপক্ষে ম্যাচে টসের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে হাত না মেলানোর কথা পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাকে বলেছিলেন। এরপর এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি পাইক্রফটকে সরিয়ে দিতে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পিসিবির অনুরোধ রাখেনি আইসিসি। 

পরবর্তীতে পাকিস্তানের কোচ, অধিনায়ক, মিডিয়া এবং টিম ম্যানেজারদের সাথে পাইক্রফটের একটি বৈঠকের আয়োজনের করে আইসিসি। 

অডিও ছাড়া ঐ বৈঠকের একটি ছোট ভিডিও প্রকাশ করেছে পিসিবি। তারা জানিয়েছে, পাইক্রফট দুঃখপ্রকাশ করেছেন। 

কিন্তু সেই বৈঠকের ভিডিও করা ও সেটি প্রকাশ করায় পিসিবির বিরুদ্ধে প্রোটোকল ভঙ্গের অভিযোগ তোলে আইসিসি। 

সুপার ফোরেও ভারত-পাকিস্তান লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন পাইক্রফট।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী: চিকিৎসক
সারাদেশে কমতে পারে দিনের তাপমাত্রা 
সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে শিল্পকলা একাডেমি মহাপরিচালকের গভীর শোক
গাজায় ইসরাইলের গুলিবর্ষণ বন্ধ, বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করেছে
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
১০