নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার বাংলাদেশের জেসি

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৬

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এ মাসের শেষ দিকে যৌথভাবে ভারত ও শ্রীলংকার অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে লীগ পর্বের ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

৩০ সেপ্টেম্বর গৌহাটিতে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন ক্লেয়ার পোলোসাক এবং এলোইস শেরিডান। 

আইসিসি জানিয়েছে, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন কিম কটন এবং চতুর্থ আম্পায়ার থাকবেন সাথিরা জাকির জেসি। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্যান্ড্রে ফ্রিটজ।

এবারের নারী বিশ্বকাপের ম্যাচগুলো নারী ম্যাচ কর্মকর্তাদের দিয়ে পরিচালনা করার কথা আগেই জানিয়েছিল আইসিসি। 

২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নাম পরে ঘোষণা করবে আইসিসি। 

নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল : 
ম্যাচ রেফারি :

ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী, মিশেল পেরেইরা।
আম্পায়ার :

লরেন এজেনব্যাগ, ক্যান্ডেস লা বোর্দে, কিম কটন, সারাহ ডাম্বানেভানা, সাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, জানানী নারায়ন, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাথি, সু রেডফার্ন, এলোয়েস শেরিডান, গায়ত্রী ভেনুগোপালান, জ্যাকলিন উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতির রোডম্যাপ ঘোষণার ১ বছর আগামীকাল
মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়
দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল
গোপালগঞ্জে বিএনপির পথসভা
ভোটের মাধ্যমে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে : জাকারিয়া তাহের সুমন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবশ্যিক হলো আইসিটি
আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিই মূল চাবিকাঠি: বক্তারা
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে দেখা হবে, জানালেন জেলেনস্কি
চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি : নৌ পরিবহন উপদেষ্টা
১০