ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
নুরুল হাসান ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি শ্রীলংকা। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল লংকানরা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১৩বার জয় পেয়েছে। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে।
তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লংকানরা।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, সাইফ হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা ও নুয়ান থুসারা।