শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

গ্রুপ পর্বে তিন ম্যাচ থেকে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ। 

গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। 

নুরুল হাসান ও রিশাদ হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার মাহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।

আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের একাদশে কোন পরিবর্তন আনেনি শ্রীলংকা। এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল লংকানরা।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১৩বার জয় পেয়েছে। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে লংকানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। 

তবে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবেলায় দু’বার জয় ও একবার হেরেছে লংকানরা। 

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, সাইফ হাসান, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান। 

শ্রীলংকা একাদশ : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থা চামিরা ও নুয়ান থুসারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিচার বিভাগের জন্য প্রধান বিচারপতির রোডম্যাপ ঘোষণার ১ বছর আগামীকাল
মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা উৎসবে দর্শকদের উপচে পড়া ভিড়
দেশে কেউ সংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশি : মীর হেলাল
গোপালগঞ্জে বিএনপির পথসভা
ভোটের মাধ্যমে বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে : জাকারিয়া তাহের সুমন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে আবশ্যিক হলো আইসিটি
আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানিই মূল চাবিকাঠি: বক্তারা
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে দেখা হবে, জানালেন জেলেনস্কি
চলতি বছরেই চূড়ান্ত হচ্ছে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি : নৌ পরিবহন উপদেষ্টা
১০