ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী ২-৬ ডিসেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত হবে ৭ম ক্যারম ওয়ার্ল্ড কাপ। এবারের বিশ্বকাপের অংশগ্রহণকে সামনে রেখে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল থেকে ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
বাছাই কার্যক্রমে ১৬ জন পুরুষ খেলোয়াড় ও ৯ জন মহিলা খেলোয়াড় অংশগ্রহণ করছে। ইতোপূর্বে আয়োজিত টুর্নামেন্টের ফলাফল ও প্রতিভাবান খেলোয়াড় বিবেচনায় খেলোয়াড়দের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। সকল পর্যায়ের খেলা লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এফ এম এহতেশামূল হক (তুহিন)। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোঃ হাসান, বাছাই কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হাসান সুমন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ফেরদৌস আখতার (চিফ আম্পায়ার), এস এম শাহজাহান চৌধুরী (সহকারী চিফ আম্পায়ার)।
সভাপতি চলমান বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন এবং আসন্ন বিশ্বকাপে ভাল ফলাফল প্রত্যাশা করেন।
বাংলাদেশ দলের হয়ে ৪ জন পুরুষ ও ৪ জন মহিলা খেলোয়াড় মালদ্বীপে অনুষ্ঠিতব্য ৭ম ক্যারম ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে।