ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : আগামীকাল এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে লড়বে বিশ্ব ক্রিকেটের দুই চির প্রতিদ্বন্দ্বি। তবে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে দশবার ফাইনালে দেখা হয়েছে দু’দলের।
ফাইনালে জয়-হার বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তানই। দশবারের ফাইনালে পাকিস্তানের জয় ৭টিতে এবং ভারতের জয় ৩টিতে। ১৯৮৫ সালে প্রথম কোন টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন এন্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখা হয় দু’দলের। আর সর্বশেষ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত।
ভারত-পাকিস্তানের মধ্যকার দশ ফাইনাল :
তারিখ টুর্নামেন্টে জয় হার ব্যবধান ভেন্যু
১০ এপ্রিল, ১৯৮৫ বেনসন অ্যান্ড হেজেস ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারত পাকিস্তান ৮ উইকেট মেলবোর্ন
১৮ এপ্রিল, ১৯৮৬ অস্ট্রাল-এশিয়া কাপ পাকিস্তান ভারত ১ উইকেট শারজাহ
২৫ অক্টোবর, ১৯৯১ উইলস ট্রফি পাকিস্তান ভারত ৭২ রান শারজাহ
২২ এপ্রিল, ১৯৯৪ অস্ট্রাল-এশিয়া কাপ পাকিস্তান ভারত ৩৯ রান শারজাহ
১৮ জানুয়ারী, ১৯৯৮
রজতজয়ন্তী স্বাধীনতা কাপ ভারত পাকিস্তান ৩ উইকেট ঢাকা
৪ এপ্রিল, ১৯৯৯ পেপসি কাপ পাকিস্তান ভারত ১২৩ রান ব্যাঙ্গালুরু
১৬ এপ্রিল, ১৯৯৯ কোকা-কোলা কাপ পাকিস্তান ভারত ৮ উইকেট ঢাকা
২৪ সেপ্টেম্বর, ২০০৭ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত পাকিস্তান ৫ রান জোহানেসবার্গ
১৪ জুন, ২০০৮ কিটপ্লাই কাপ পাকিস্তান ভারত ২৫ রান ঢাকা
১৮ জুন, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান ভারত ১৮০ রান দ্য ওভাল