ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘‘পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার কাপ পর্বের খেলা আগামীকাল থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে।
বালক বিভাগে গতবারের চ্যাম্পিয়ন, রানার্স-আপ, ৩য় স্থান এবং প্লেট পর্বের শীর্ষ ৬টি দল এবং বালিকা বিভাগে গতবারের চ্যাম্পিয়ন, রানার্ন-আপ, ৩য় স্থান এবং প্লেট পর্বের শীর্ষ ৫টি দল নিয়ে কাপ পর্ব অনুষ্ঠিত হবে।
বালক বিভাগে ‘অ’ গ্রুপে অংশ নিবে সানিডেইল, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা গভ: মুসলিম হাই স্কুল এবং মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং ‘আ’ গ্রুপে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করছে। দুই গ্রুপের শীর্ষ ৪টি দল নিয়ে আগামী ৪ অক্টোবর সেফিাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
বালিকা বিভাগে ‘অ’ গ্রুপে অংশ নিচ্ছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ এবং ‘আ’ গ্রুপে সানিডেইল, শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (মালিবাগ) অংশগ্রহণ করছে। এই বিভাগেও দুই গ্রুপের শীর্ষ ৪টি দল আগামী ৪ অক্টোবর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল খেলা আগামী ৫ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার সকল খেলা https://www.facebook.com/bdhandball.official -এই লিঙ্ক হতে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হবে।