ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলা অনিশ্চিত ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পেশির টানে মাঠে ছাড়েন পান্ডিয়া। তাই ফাইনালে পান্ডিয়া খেলতে পারবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন পান্ডিয়া। এরপর ইনিংসের শুরুতে বোলিংও করেন তিনি। নিজের প্রথম ওভারেই লংকান ওপেনার কুশাল মেন্ডিসকে শিকার করেন পান্ডিয়া। এরপর আর বোলিং করেননি তিনি। পেশির টানে মাঠ ছাড়েন পান্ডিয়া। পরবর্তীতে আর মাঠে দেখা যায়নি পান্ডিয়াকে। তাই ফাইনালে পান্ডিয়ার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তবে ফিটনেস পরীক্ষা পর পান্ডিয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল।
পান্ডিয়ার মত পেশির টানে শ্রীলংকা ইনিংসে ৯.২ ওভারে মাঠ ছাড়েন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এরপর আর ফিল্ডিংও করতে নামেননি তিনি। এমনকি সুপার ওভারে ভারতের ইনিংসও শুরু করেননি অভিষেক। তবে অভিষেকের ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন মরকেল। তিনি বলেন, ‘অভিষেক ভাল আছে। পান্ডিয়ার মত অভিষেকেরও পেশিতে টান ধরেছিল। তবে অভিষেকেরটা তেমন গুরুতর নয়।’