ফাইনালে অনিশ্চিত পান্ডিয়া

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল খেলা অনিশ্চিত ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পেশির টানে মাঠে ছাড়েন পান্ডিয়া। তাই ফাইনালে পান্ডিয়া খেলতে পারবেন কিনা সেটিও এখনও নিশ্চিত নয়। 

শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে ৩ বলে ২ রান করেন পান্ডিয়া। এরপর ইনিংসের শুরুতে বোলিংও করেন তিনি। নিজের প্রথম ওভারেই লংকান ওপেনার কুশাল মেন্ডিসকে শিকার করেন পান্ডিয়া। এরপর আর বোলিং করেননি তিনি। পেশির টানে মাঠ ছাড়েন পান্ডিয়া। পরবর্তীতে আর মাঠে দেখা যায়নি পান্ডিয়াকে। তাই ফাইনালে পান্ডিয়ার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তবে ফিটনেস পরীক্ষা পর পান্ডিয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পেস বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার মরনে মরকেল। 

পান্ডিয়ার মত পেশির টানে শ্রীলংকা ইনিংসে ৯.২ ওভারে মাঠ ছাড়েন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এরপর আর ফিল্ডিংও করতে নামেননি তিনি। এমনকি সুপার ওভারে ভারতের ইনিংসও শুরু করেননি অভিষেক। তবে অভিষেকের ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন মরকেল। তিনি বলেন, ‘অভিষেক ভাল আছে। পান্ডিয়ার মত অভিষেকেরও পেশিতে টান ধরেছিল। তবে অভিষেকেরটা তেমন গুরুতর নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী ঢাকের হাট 
আমরা এখন জানি বড় টুর্নামেন্টে কিভাবে ম্যাচ জিততে হয় : জ্যোতি
ভারতের কাছে ফাইনালে টাইব্রেকারে পরাজিত বাংলাদেশ
এবাদতের বোলিং নৈপুন্যে বরিশালকে হারাল সিলেট
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই : জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি 
চিতলমারীতে পূজামণ্ডপ ঘুরে দেখলেন বিএনপি নেতা
পঞ্চগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র‌্যাবের কড়া নিরাপত্তা 
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক প্রবেশ কখনো বন্ধ হয়নি : পরিবেশ উপদেষ্টা
নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে’ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা
পিএসজির বিপক্ষে খেলতে পারছেন না রাফিনহা, গার্সিয়া
১০