এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

বাসস
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত। 

সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং ও হার্ষিত রানার জায়গায় একাদশে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, শিবম দুবে ও রিঙ্কু সিং। 

সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়ে খেলতে নেমেছে পাকিস্তান।  

এবারের আসরে গ্রুপ পর্বে এবং সুপার ফোরে পাকিস্তানকে যথাক্রমে ৭ ও ৬ উইকেটে হারিয়েছিল ভারত। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে ২১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এরমধ্যে ভারতের জয় ১২টিতে এবং পাকিস্তান জিতেছে ৬বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

টি-টোয়েন্টিতে ১৫বারের মোকাবেলায় ভারত ১২ বার ও পাকিস্তান ৩ বার জিতেছে। 

ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ : সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হুসেন তালাত, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দর্শনার্থীদের নজর কাড়বে চরবানিয়ারি পূজামণ্ডপের ১৭১টি প্রতিমা 
শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে : মাহফুজ আলম
নীলক্ষেতে ডাকসুর ব্যালট ছাপানোর তথ্য কর্তৃপক্ষকে জানায়নি ভেন্ডর : ঢাবি উপাচার্য
‘তথ্য পাওয়ার পথ প্রশস্ত করেছে তথ্য অধিকার আইন’
২০২৬ সালের অমর একুশে বইমেলার তারিখ স্থগিত
খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা 
ভারতে পদদলিত হয়ে নিহত ৪০, বিজয়ের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে মামলা
জুলাই-আগস্টে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে লালমনিরহাটে দুর্গাপূজা শুরু
রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষায় উন্নয়ন, দুর্নীতিমুক্ত ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
১০