ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বাসস) : আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তন। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচে টস জয়ী পাকিস্তান বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে। এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের।
এর আগে গত মঙ্গলবার থেকে পর্দা উঠেছে নারী বিশ্বকাপের।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আখতার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি।