ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বাসস) : আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্সের আসন্ন ম্যাচে খেলতে পারছেন না মার্কোস থুরাম। ইন্টার মিলান জানিয়েছে তারকা এই স্ট্রাইকার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।
মঙ্গলবার স্লাভিয়া প্রাগের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের ৩-০ গোলের জয়ে থুরাম দুর্দান্ত খেলেছেন। থুরামের ব্যাকহিল পাসে ইন্টারের তৃতীয় গোল নিশ্চিত হয়। এরপরপই থুরাম ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।
সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে থাকা ইন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন পরীক্ষায় থুরামের বাম হ্যামস্ট্রিংর পেশীতে টান ধরা পড়েছে। আগামী সপ্তাহে থুরামের ইনজুরি আবারো পর্যবেক্ষণ করা হবে।
ইনজুরির কারণে শনিবার সান সিরোতে ক্রিমোনেসের বিপক্ষে ইন্টারের ম্যাচে খেলতে পারবেন না থুরাম। ইতালিয়ান গণমাধ্যমে দাবী অন্তত একমাস ২৮ বছর বয়সী এই স্ট্রাইকারকে মাঠের বাইওের থাকতে হবে।
গ্রুপ-ডি’র ম্যাচে আগামী ১০ অক্টোবর আজারবাইজান ও তিনদিন পর আইসল্যান্ডের মোকাবেলা করবে ফ্রান্স। ইতোমধ্যেই দিদিয়ের দেশ্যমের দল থেকে বাদ পড়েছেন ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে ও ম্যানচেস্টার সিটি রায়ান চেরকি।
প্রথম দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ-ডি’তে ফ্রান্স শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের থেকে তিন পয়েন্ট এগিয়ে আছে।