নারায়ণগঞ্জে গাড়ির ধাক্কায় দুই ট্রাকচালক নিহত

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৮:১৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কাঁচপুর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই ট্রাক চালক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ঢাকামুখি লেন থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন। 

নিহতদের মধ্যে একজন রংপুর জেলার বাসিন্দা রাকিব (২৫। অপরজন হলেন ময়মনসিংহ জেলার বাসিন্দা সাগর (২৭)। 

পুলিশ পরিদর্শক জুলহাস বলেন, অজ্ঞাত কোনো এক গাড়ি নিহতদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত চালকেরা দুজন একই মালিকের ট্রাক চালাতেন বলে জেনেছি। ঢাকামুখী দুটি ট্রাকের একটি মহাসড়কের ওপর বিকল হয়ে পড়লে অপর ট্রাকটি অন্যটিকে টেনে নিয়ে যাচ্ছিলেন। এর এক পর্যায়ে ট্রাকটি ঢাকামুখী লেনের সড়ক বিভাজনের সঙ্গে আটকে যায়। এরপরই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। 

তিনি আরও বলেন, কাঁচপুর ব্রিজের যে অংশে ঘটনাটি ঘটেছে সেখানে সিসিটিভি ক্যামেরা নেই। এ বিষয়ে তদন্ত চলছে। মরদেহ দুʼটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
ভোলায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ১১২টি পূজামন্ডপের প্রতিমা বিসর্জনের প্রস্তুতি
বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা 
দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল
কাপ্তাই হ্রদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শেষ হল দুর্গোৎসব
ঢাক-ঢোল বাজিয়ে চট্টগ্রামে প্রতিমা বিসর্জন, পতেঙ্গা সৈকতে মানুষের ঢল
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দিনাজপুরে দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের সিঁদুর খেলে মহোৎসব উদযাপন
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, সীতাকুণ্ডে মা-মেয়ে নিহত 
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ৯৮৩ জন
১০