টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:১৫

ঢাকা, ৩ অক্টোব ২০২৫ (বাসস) : এক আসর পর আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল জিম্বাবুয়ে ক্রিকেট দল। 

গতরাতে আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। ফলে এই অঞ্চল থেকে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। একই দিন অন্য সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে চতুর্থবারের মত বিশ্বকাপ নিশ্চিত করে নামিবিয়া। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে।

হারারেতে বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে কেনিয়ার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট হাতে নেমে রাপেক প্যাটেলের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১২২ রানের মামুলি সংগ্রহ পায় কেনিয়া। ৮টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৬৫ রান করেন প্যাটেল। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন। 

জবাবে ওপেনার ব্রায়ান বেনেটের হাফ-সেঞ্চুরিতে ১৫ ওভারে ৩ উইকেটে ১২৩ রান করে জিম্বাবুয়ে। ৮টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৫১ রান করেন বেনেট। এছাড়া তাদিওয়ানশে মারুমানি ২৭ বলে ৩৯ ও রায়ান বার্ল অপরাজিত ১৬ রান করেন। 

২০২৬ সালের ফেব্রয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে মোট ২০টি দল অংশ নেবে। এখন পর্যন্ত মোট ১৭টি দেশ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ সরাসরি খেলবে ভারত ও শ্রীলংকা। গত বিশ্বকাপের সুপার এইটে উঠা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড সরসারি খেলবে। বাছাই পর্ব থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও নামিবিয়া। 

এশিয়া-ইএপি অঞ্চল থেকে আরও তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতে দেশে ফিরবেন মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোন বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
বিএনপি নেতা নুরুল ইসলামের স্বেচ্ছাশ্রমে নওগাঁয় ৬ কিলোমিটার রাস্তা সংস্কার
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
নির্বাচনে জামায়াত ৩শ’ আসনেই পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে : গোলাম পরওয়ার
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক 
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু 
ভাষাসংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যব এর শোক
খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা
ঢাকা-পাবনা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন
১০