আলজেরিয়া দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৬:৫১

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : ফরাশি ফুটবল তারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুটি ম্যাচের জন্য আলজেরিয়া দলে ডাকা হয়েছে।

লেস ব্লুজদের হয়ে ইয়ুথ পর্যায়ে প্রতিনিধিত্ব করার পর গত মাসে লুকা ফ্রান্স থেকে আলজেরিয়ার নাগরিকত্ব লাভ বরেন। ২৭ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাডায় খেলছেন।

ক্যারিয়ারে কখনই ফ্রান্স জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেননি লুকা। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে লুকা। 

১৯ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে গ্রুপ টেবিলের শীর্ষে রয়েছে আলজেরিয়া। আগামী সপ্তাহে সোমালিয়াকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে আলজেরিয়ার। কিন্তু তারপরও দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার সাথে বাছাইপর্বের শেষ ম্যাচটিও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।

উত্তর আফ্রিকার দেশটি ২০২৫ আফ্রিকান নেশন্স কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আগামী ২১ ডিসেম্বর থেকে মরক্কোতে শুরু হবে এবারের আফ্রিকান নেশন্স কাপ। 

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তার ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। 

জিনেদিন জিদানের জন্ম মার্সেইতে হলেও তার পরিবার মূলত আলজেরিয়ার ২৫০ কিলোমিটার পূর্বে ছোট একটি গ্রাম বেয়াইয়া থেকে আসা। সেই সূত্রেই আলজেরিয়ায় জিদানের পূর্বপুরুষের বাস ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৬ ফুটবল বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ উন্মোচন করলো ফিফা
টেকনাফে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে অপহরণের শিকার ৩৯ জন উদ্ধার, ২ পাচারকারী আটক
রাহুল-জুরেল ও জাদেজার সেঞ্চুরিতে বড় লিড ভারতের
রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে দিনের তাপমাত্রা
সোধির রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
মারুফার প্রশংসায় মালিঙ্গা
জামায়াত ক্ষমতায় এলে ৪ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে : উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান
১০