ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেছেন ওপেনার লোকেশ রাহুল, উইকেটরক্ষক ধ্রুব জুরেল ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একই দিন তিন ব্যাটারের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ২৮৬ রানের বড় ব্যবধানে এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৬২ রানের জবাবে ৫ উইকেটে ৪৪৮ রান করেছে ভারত।
আহমেদাবাদে প্রথম দিন ব্যাট হাতে নেমে ১৬২ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দিন শেষে ২ উইকেটে ১২১ রান করেছিল ভারত। ৮ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া।
রাহুল ৫৩ ও অধিনায়ক শুভমান গিল ১৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। টেস্টে অষ্টম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫টি চারে ৫০ রানে আউট হন গিল। তৃতীয় উইকেটে রাহুলের সাথে ৯৮ রানের জুটি গড়েন ভারত দলপতি।
গিল ফেরার পর টেস্টে ১১তম সেঞ্চুরির স্বাদ নেন রাহুল। এরমধ্যে ১০টি সেঞ্চুরি ওপেনার হিসেবে করে রোহিত শর্মা ও গৌতম গাম্ভীরের রেকর্ড ভেঙেছেন তিনি। ওপেনার হিসেবে ৯টি করে সেঞ্চুরি করেছেন সাবেক অধিনায়ক রোহিত ও বর্তমানে ভারত দলের কোচ গাম্ভীর।
সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি রাহুল। ১২টি চারে ১০০ রানে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিকানের শিকার হন এই ডান-হাতি ব্যাটার।
দলীয় ২১৮ রানে রাহুল ফেরার পর ভারতকে বড় সংগ্রহ এনে দেন জুরেল ও জাদেজা। পঞ্চম উইকেটে ২০৬ রানের জুটি গড়েন তারা। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ম্যাচে এসে প্রথম শতকের দেখা পান জুরেল। স্পিনার কেরি পেইরির শিকার হবার আগে ১৫টি চার ও ৩টি ছক্কায় ২১০ বলে ১২৫ রান করেন তিনি।
দিনের শেষ ভাগে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ষষ্ঠ উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন জাদেজা। ৬টি চার ও ৫টি ছক্কায় জাদেজা ১০৪ ও সুন্দর ৯ রানে অপরাজিত আছেন।
এ বছর এনিয়ে তৃতীয়বার ভারতের তিনজন ব্যাটার টেস্টের এক ইনিংসে সেঞ্চুরি করলেন।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ ২টি, ওয়ারিকান-পেইরি ও জেইডেন সিলেস ১টি করে উইকেট নিয়েছেন।