কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ২০:১১
কুমিল্লা জেলা সদরে আজ ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে অবৈধ মাদক ও ফেনসিডিল সহ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে অবৈধ মাদক ও ফেনসিডিল সহ ভারতীয় মোবাইল ডিসপ্লে, শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার সকালে জেলা সদরের গোলাবাড়ি বিওপি সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে বিজিবি’র কুমিল্লা ব্যাটেলিযান (১০ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলা সদরের বিবিরবাজার সংলগ্ন গোলাবাড়ি সীমান্তে গোমতি নদীর পাড়ে অভিযান চালানো হয়। এসময় তিনশ’ লিটার অবৈধ মদ ও বিয়ার এবং একশ’ বোতল কফ সিরাপ (স্কাফ) জব্দ করা হয়। এছাড়া আলাদা অভিযানকালে শুক্রবার ভোরে মালিকবিহীন অবস্থায় একহাজার ২৪০টি অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং একহাজার ৭৪৫টি আতশবাজি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬২ লাখ ৬০ হাজার টাকা। একইদিন কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্তের গঙ্গানুর এলাকায় অভিযানকালে ৪৩৩টি ভারতীয় শাড়ি ও ৫৭টি থ্রি-পিস জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক প্রায় ২৮ লাখ ৮৩ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুমিল্লা ব্যাটেলিয়ানের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত সব মালামাল বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু
শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেল যোগাযোগ চালু হবে : রেল সচিব
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
ঢাবিতে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু 
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০