রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৭

রাজশাহী, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। 

রাজশাহী টেনিস কমপ্লেক্সে শনিবার বিকাল ৩.৩০ মিনিটে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। 

এ উপলক্ষে আজ রাজশাহী টেনিস কমপ্লেক্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান। 

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় ও রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আগামী ৪-১০ অক্টোবর পর্যন্ত ৩০তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের সর্বমোট ৫২ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। 

অংশগ্রহণকারী দেশের মধ্যে বাংলাদেশ থেকে ১৪ জন বালক ও ৭ জন বালিকা, ভারতের ৬ জন বালক ও ৪ জন বালিকা, দক্ষিণ কোরিয়ার ৪ জন বালক, যুক্তরাষ্ট্রের ১ জন বালক, থাইল্যান্ডের ৫ জন বালক, জাপানের ১ জন বালক ও ১ জন বালিকা, চায়নার ৪ জন বালিকা, মালদ্বীপের ২ জন বালিকা, চাইনিজ তাইপের ১ জন বালক, সিঙ্গাপুরের ১ জন বালক এবং হংকংয়ের ১ জন বালক অংশগ্রহণ করবে। 

আগামী ৪ ও ৫ অক্টোবর টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড অনুষ্ঠিত হবে এবং ৬ অক্টোবর থেকে বিরতিহীনভাবে মেইন ড্র’র খেলা অনুষ্ঠিত হবে। 

মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই টেনিস টুর্নামেন্ট সফলভাবে শেষ হবার আশাবাদ তিনি ব্যক্ত করেন। 

সবার জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টের ম্যাচগুলো উপভোগের জন্য দর্শকদের স্টেডিয়ামে প্রবেশে কোন টিকিটের ব্যবস্থা রাখা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
১০