ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : স্পিনার ইশ সোধির রেকর্ডের দিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সোধি। এক্ষেত্রে সাবেক খেলোয়াড় টিম সাউদিকে টপকে গেছেন সোধি। সোধি ১২৭ ও সাউদি ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন।
মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের শুরু থেকে বৃষ্টির কারণে ১৮ ওভারে নির্ধারিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। এসময় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির তেজ অব্যাহত থাকায় টস হবার পরও মাঠে নামতে পারেনি দু’দল। বৃষ্টিতে দীর্ঘ সময় নষ্ট হলে ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়।
পরবর্তীতে বৃষ্টি কমলে ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। ২.১ ওভার খেলার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এরপর আর বৃষ্টি না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এসময় ১ উইকেটে ১৬ রান করে অসিরা।
ওপেনার ট্রাভিস হেড ৫ রান করে নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির বলে আউট হন। অধিনায়ক মিচেল মার্শ ৯ ও ম্যাথু শর্ট ২ রানে অপরাজিত থাকেন।
সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।