সোধির রেকর্ডের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

বাসস
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : স্পিনার ইশ সোধির রেকর্ডের দিন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 

আজ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন সোধি। এক্ষেত্রে সাবেক খেলোয়াড় টিম সাউদিকে টপকে গেছেন সোধি। সোধি ১২৭ ও সাউদি ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন। 

মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের শুরু থেকে বৃষ্টির কারণে ১৮ ওভারে নির্ধারিত হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। এসময় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির তেজ অব্যাহত থাকায় টস হবার পরও মাঠে নামতে পারেনি দু’দল। বৃষ্টিতে দীর্ঘ সময় নষ্ট হলে ম্যাচটি ৯ ওভারে নির্ধারিত হয়।
পরবর্তীতে বৃষ্টি কমলে ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। ২.১ ওভার খেলার পর আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এরপর আর বৃষ্টি না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এসময় ১ উইকেটে ১৬ রান করে অসিরা। 

ওপেনার ট্রাভিস হেড ৫ রান করে নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফির বলে আউট হন। অধিনায়ক মিচেল মার্শ ৯ ও ম্যাথু শর্ট ২ রানে অপরাজিত থাকেন। 

সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে বিএনপি কত আসন ছাড়বে তা আলোচনার বিষয় : সালাহউদ্দিন
মিরপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
রাষ্ট্র সংস্কার আন্দোলনের নাম বদলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
নোংরা রাজনীতিতে দীর্ঘদিন ফুটবলের উন্নয়ন থমকে ছিল : তাবিথ আউয়াল
একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : রেজাউল করীম
কুমিল্লা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
ইউএনজিএ সফরে গণতন্ত্র ও মানবিক সংহতির অঙ্গীকার তুলে ধরেছেন অধ্যাপক ইউনূস: প্রেস সচিব
বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার
১০