ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ (বাসস): অধিনায়ক মিচেল মার্শের প্রথম সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে তিন ম্যাচের সিরিজ ২ু০ ব্যবধানে জিতে নিল অসিরা। গেল বছর নিউজিল্যান্ডের মাটিতেই তিন ম্যাচের সিরিজ ৩ু০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। এ নিয়ে কিউইদের বিপক্ষে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল তারা।
মাউন্ট মঙ্গানুইয়ে আজ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে ওপেনার টিম সেইফার্ট রানের চাকা সচল রাখেন। ১৩তম ওভারে দলীয় ৯৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৫ বলে ৪৮ রান করেন সেইফার্ট।
সেইফার্ট ফেরার পর ছোট ছোট ইনিংস খেলে নিউজিল্যান্ডের রান দেড়শ পার করেছেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ও জেমস নিশাম। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ পায় ব্ল্যাকক্যাপসরা। ব্রেসওয়েল ২২ বলে ২৬ এবং নিশাম ১৮ বলে ২৫ রান করেন।
অস্ট্রেলিয়ার সিন অ্যাবট ৩টি, জশ হ্যাজেলউড ও জাভিয়ার বার্টলেট ২টি করে উইকেট নেন।
জবাবে সতীর্থদের ব্যর্থতার মাঝেও এক প্রান্ত আগলে রেখে নিউজিল্যান্ড বোলারদের সামনে একাই লড়াই করেছেন ওপেনার মার্শ। ১৮তম ওভারের প্রথম বলে ৭৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন মার্শ।
মার্শের ৫০ বলের সেঞ্চুরির উপর ভর করে ২ ওভার হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ৮টি চার ও ৭টি ছক্কায় ৫২ বলে অপরাজিত ১০৩ রান করেন মার্শ। এই ইনিংস খেলার পথে অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ ছক্কার মালিক হয়েছেন মার্শ।
অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে রান তাড়ায় সেঞ্চুরি করেছেন মার্শ। এছাড়া অধিনায়ক হিসেবে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে রান তাড়ায় শতক হাঁকানোর নজির গড়েছেন তিনি।
সিরিজ ও ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মার্শ।