ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রেখে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিতের জায়গায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। তার ডেপুটি হিসেবে থাকছেন শ্রেয়াস আইয়ার।
এছাড়াও অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে বিসিসিআই। সংক্ষিপ্ত সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
গত মার্চে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করে ভারত। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া রোহিত ও কোহলি। যে কারণে ওয়ানডে থেকেও রোহিত ও কোহলির অবসরের গুঞ্জন ওঠে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে রোহিত ও কোহলিকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলে পাঁচটি পরিবর্তন এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল সাজিয়েছে বিসিসিআই। বাদ পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও স্পিনার বরুণ চক্রবর্তী। ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও উইকেটরক্ষক ঋষভ পন্ত। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রিত বুমরাহকে। তবে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে বুমরাহকে।
বাদ পড়া পাঁচ খেলোয়াড়ের জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
গত মাসে এশিয়া কাপ জয়ী টি-টোয়েন্টি স্কোয়াড থেকে একটি পরিবর্তন এনেছে ভারত। ইনজুরি আক্রান্ত পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন রেড্ডি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। ২৯ অক্টোবর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দু’দল, যা শেষ হবে ৮ নভেম্বর।
ভারত ওয়ানডে দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়সওয়াল।
ভারত টি-টোয়েন্টি দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।