অধিনায়ক হয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্ন গিলের

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:০৯

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রোহিত শর্মার জায়গায় ভারতের নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ভারতের ওয়ানডের অধিনায়ক হয়েই বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্থির করেছেন গিল। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ জিততে চান তিনি। 

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিতকে সরিয়ে গতকালই গিলের কাঁধে ৫০ ওভার ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

গিলকে অধিনায়ক করার ব্যাপারে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, ‘দুই বছর পর ওয়ানডে বিশ্বকাপ হবে। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমাদের বড় পরিকল্পনা আছে। তাই রোহিতকে সরানোর এটাও একটি কারণ। এখন ওয়ানডে ক্রিকেট খুব বেশি হচ্ছে না। তাই গিলকে এখনই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সে দল গুছিয়ে নিতে পারে।’

টেস্টের পর ওয়ানডের অধিনায়ক হয়ে উচ্ছসিত গিল। অধিনায়ক হিসেবে প্রধান লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি। বিসিসিআইর প্রকাশিত ভিডিওতে গিল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভাল খেলছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দল নিয়ে দারুণ কিছু করতে পারব।’

গিল আরও বলেন, ‘বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মত ম্যাচ খেলার সুযোগ পাব। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিপক্ষে খেলি না কেন সতীর্থরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্বকাপের আগে ভাল ক্রিকেট খেলতে চাই। আশা করি দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে আমরা পুরোপুরি প্রস্তুত থাকব এবং বিশ্বকাপ জিতব।’

ওয়ানডের অধিনায়ক হিসেবে গিলের প্রথম এ্যাসাইনমেন্ট হবে অস্ট্রেলিয়া সফর। এ মাসেই অস্ট্রেলিয়া মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। অসিদের বিপক্ষে ১৯, ২৩ ও ২৫ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এরপর ২৯ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে নামবে টিম ইন্ডিয়া। যা শেষ হবে ৮ নভেম্বর। 

এ বছর ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত ও বিরাট কোহলি। তাই ইংল্যান্ড সফরে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পান গিল। তার অধীনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত। 

চলতি সপ্তাহে ঘরের মাঠে গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে ভারত। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০