জয়ের রেকর্ড সেঞ্চুরিতে বড় জয় চট্টগ্রামের

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:১৯

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওপেনার মাহমুদুল হাসান জয়ের রেকর্ড সেঞ্চুরিতে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে বড় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম বিভাগ। 

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে চট্টগ্রাম ৯৯ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। ৬৩ বলে ১১০ রানের নান্দনিক ইনিংস খেলেন জয়। এনসিএল টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ ভালভাবে কাজে লাগিয়েছে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৪০ বলে ৬৩ রান যোগ করেন দুই ওপেনার জয় ও মোমিনুল হক। ১টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩২ রান করে ফিরেন বাঁ-হাতি মোমিনুল। 

এরপর শাহাদাত হোসেন ২ ও সাদিকুর রহমান ১৪ রানে আউট হলে, ৮৪ রানে ৩ উইকেট হারায় চট্টগ্রাম। চতুর্থ উইকেটে সিলেটের বোলারদের উপর তান্ডব চালিয়ে চট্টগ্রামকে শক্ত অবস্থানে নেন জয় ও উইকেটরক্ষক ইরফান শুক্কুর। ৫৭ বলে ১২২ রানের জুটি গড়ে দলের রান ২শ পার করেন তারা।

৪০ বলে হাফ-সেঞ্চুরির পর ১৯ বলে পরের ৫০ রান করেন জয়। এতে ৫৯ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ইনিংসের শেষ ওভারে আউট হবার আগে ৫টি চার ও ৯টি ছক্কায় ৬৩ বলে ১১০ রান করেন জয়। ৪টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৪১ রান করেন শুক্কুর। এতে ২০ ওভারে ৬ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। এনসিএল টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ দলীয় রান। বল হাতে সিলেটের তোফায়েল আহমেদ ৩টি ও স্পিনার নাবিল সামাদ ২ উইকেট নেন। 

জবাবে চট্টগ্রাম বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮.১ ওভারে ১১৫ রানে অলআউট হয় সিলেট। দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। ওপেনার অমিত হাসান সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া আবু জায়েদ ৩৭ ও খালিদ হাসান ১৮ রান করেন। 

চট্টগ্রামের এমডি রুবেল ৩টি, আহমেদ শরিফ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন জয়।  

৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে সিলেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার প্রতিষ্ঠানে দুদকের অভিযান
আগামীকাল লক্ষ্মীপূজা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
ভারী বর্ষণে বগুড়া শহরের বিভিন্ন সড়ক, খেলার মাঠ ও নিচু এলাকা প্লাবিত
জুলাই-সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ১৫.৯ শতাংশ প্রবৃদ্ধি
সিরাজগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস  পালিত
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
১০