চেলসির কাছে পরাজিত লিভারপুল, প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:৪১

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় এস্তেভাওয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুরকে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে চেলসি। আর এই সুযোগে ওয়েস্ট হ্যামকে ২-০ ব্যবধানে পরাজিত করে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল।

মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় প্রথম সাত ম্যাচে জয়ী হয়ে লিভারপুল আন্তর্জাতিক বিরতির আগে দু:স্বপ্ন নিয়ে মাঠ ছাড়লো। স্ট্যামফোর্ড ব্রীজে নাটকীয় ম্যাচে ইনজুরি আক্রান্ত চেলসি ২-১ গোলে পরাজিত হয়েছে। ১৪ মিনিটে মোয়েসিস কেইসেডোর গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। গত মাসে ১২৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে এসে আলেক্সান্দার ইসাক প্রিমিয়ার লিগে সর্বকালের সর্বোচ্চ দামের খেলোয়াড় হিসেবে কেইসেডোর রেকর্ড ভেঙ্গেছেন। সুইডিস এই স্ট্রাইকার এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে কোন গোল পাননি। কিন্তু ৬৩ মিনিটে তার এ্যাসিস্টে কোডি গাকপো অল রেডসদের সমতায় ফেরান। 

স্টপেজ টাইমে মার্ক কুকুরেলার ক্রসে এস্তেভাও চেলসিকে দুর্দান্ত জয় উপহার দেন। 

এই পরাজয়ে আর্সেনালের থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। চেলসির অবস্থান ছয় নম্বরে। 

মিকেল আর্তেতার অধীনে ৩০০তম ম্যাচে আর্সেনাল ধুকতে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। ২২ বছরে প্রথমবারের মত লিগ শিরোপা জয়ের স্বপ্ন এবার আর নষ্ট করতে চায়না গানার্সরা। যদিও মৌসুমে তৃতীয়বারের মত বিরতির আগে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। 

২০২৩ সালে ১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ওয়েস্ট হ্যাম ছাড়া ডিক্লান রাইসের গোলে ৩৮ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ৬৭ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন বুকায়ো সাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিশু আটকা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
গাজায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধ করতে হবে : রুবিও
মিশরে গাজা আলোচনা শুরু হবে সোমবার
খাসজমির সঠিক ব্যবস্থাপনা হলে ভূমিহীন মানুষের জীবনমান উন্নত হয় : ভূমি সচিব
মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের শেয়ার স্থানান্তরের আহ্বান ডিএসইর
ধানমন্ডিতে পুলিশের অভিযানে নানা অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার 
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে: শিমুল বিশ্বাস
কাল বিসিবি নির্বাচন
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলে বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন সানিডেইল
ঢাবি উপাচার্যের সঙ্গে আইসেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ
১০