ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : শ্রীলংকা ক্রিকেট দলের ব্যাটিং কোচ হলেন মাস দুয়েক আগে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করা জুলিয়ান উড।
ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে গত আগস্টে পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশের দলের সাথে কাজ করেন উড। তিন সপ্তাহ লিটন দাস-তানজিদ হাসান-জাকের আলিদের পাওয়ার হিটিং শিখিয়েছেন তিনি।
সেই উডকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিল শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। উডের সাথে এক বছরের চুক্তি করেছে এসএলসি। পহেলা অক্টোবর থেকে এসএলসির সাথে চুক্তির মেয়াদ শুরু হয়েছে উডের। থিলিনা কান্দাম্বের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বর থেকে দলের সাথে কাজ করেছেন কান্দাম্বে।
চলতি বছরের শুরুতে শ্রীলংকায় একটি বিশেষ ক্যাম্প করেছিলেন উড। সেই ক্যাম্পে এসএলসির নজর কেড়েছেন তিনি। এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘পহেলা অক্টোবর থেকে এক বছরের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে উডকে নিয়োগ দেওয়া হয়েছে। উদ্ভাবনী পাওয়ার হিটিং প্রোগ্রামের উদ্ভাবক উড আধুনিক ট্রেনিং পদ্ধতি ও বায়োমেকানিক্স কাজে লাগিয়ে ক্রিকেটারদের পাওয়ার হিটিং সামর্থ্য বাড়ানোর কাজে জনপ্রিয়।’
উডের পাশাপাশি স্পিনার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রেনে ফার্দিনান্ডস। পিয়াল বিইজেতুঙ্গের জায়গায় দুই বছরের চুক্তিতে দায়িত্ব পেয়েছেন তিনি। লিড স্পিন বোলিং ট্রেনিং, ম্যাচ প্রস্তুতি, পারফরমেন্স বিশ্লেষণ এবং খেলোয়াড়দের উন্নতিতে কাজ করবেন ফার্দিনান্দেস।
এসএলসি জানিয়েছে, ‘ক্রিকেট পারফরমেন্স বাড়ানোর জন্য ইউনিভার্সিটি অব উইকাতো থেকে বায়োমেকানিক্সে পিএইচডি করেছেন ফার্দিনান্ডস। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমির পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেটে বায়োমেকানিক্স পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।’