টি২০ থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রয়োজনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

নিউজিল্যান্ডের হয়ে সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেটে উইলিয়ামসন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ৯৩ ম্যাচে তার সংগ্রহ ২৫৭৫ রান। ৩৩.৪ গড়ে এর মধ্যে রয়েছেন ১৮টি হাফ সেঞ্চুরি।

২০২১ সালের টি২০ বিশ্বকাপের ফাইনালে তিনি নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে পরাজিত ঐ ম্যাচে উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছিল ৮৫ রান। ২০১৬ ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালেও তার নেতৃত্বে কিউইরা মাঠে নেমেছিল।

নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে "নৈমিত্তিক" চুক্তি স্বাক্ষর করার সময় উইলিয়ামসন সাদা বলের উভয় ফর্মেটেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন। যাতে করে তিনি যখন খেলার ইচ্ছা পোষন করবেন শুধুমাত্র তখনই যেন জাতীয় দল থেকে তাকে ডাকা হয়।

গত সপ্তাহে ৩৫ বছর বয়সী উইলিয়ামসন নিশ্চিত করেছিলেন পরিবারকে আরো বেশী সময় দেয়া ও পেশাদার লিগে আরো বেশী মনোযোগী হবার কারনে তিনি আন্তর্জাতিক ম্যাচ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

অবসর প্রসঙ্গে উইলিয়ামসন এক বিবৃতিতে বলেছেন, ‘এটা আমার ও দলের জন্য সঠিক একটি সময়। এর মাধ্যমে দল আরো স্বাচ্ছন্দ্যে সামনে এগিয়ে যাবার সুযোগ পাবে। বিশেষ করে আগামী বছর টি২০ বিশ্বকাপকে সামনে রেখে দলের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রয়োজন রয়েছে। নিউজিল্যান্ড দলের বেশ কিছু টি২০ প্রতিভা রয়েছে। বিশ্বকাপ প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নেবার জন্য এই সময়টা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

বুধবার থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টি২০ সিরিজে খেলবেন না উইলিয়ামসন। ওয়ানডে সিরিজ থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে ডিসেম্বরে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলার ইচ্ছা পোষন করেছেন।

নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী স্কট উইনিক বলেছেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের বাকি সময়টা তিনি কিভাবে খেলবেন তা নির্নয়ের সম্পূর্ণ অধিনায়ক উইলিয়ামসনের আছে। এ সম্পর্কে উইনিক বলেন, ‘এ বিষয়ে উইলিয়ামসনকে আমরা পূর্ণ সমর্থণ দিবো। বর্ণাঢ্য ক্যারিয়ারে সে নিউজিল্যান্ড ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। যদিও আমরা চাই যতদিন সম্ভব সে যাতে আমাদের সাথে থাকে এবং মাঠে তার পারফরমেন্স প্রমান করতে পারে। একটি বিষয় নিশ্চিত যখনই সে পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানাবে তখনই সে নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তী হিসেবে বিদায় নিবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০