জয়ের জন্য ২ উইকেট প্রয়োজন বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১২:২৪

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জয়ের জন্য ২ উইকেট প্রয়োজন স্বাগতিক বাংলাদেশের।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৫০৯ রানের লক্ষ্যে পঞ্চম দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ৮ উইকেটে ২৬৩ রান করেছে সফরকারী আয়ারল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে আরও ২৪৬ রান করতে হবে আইরিশদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল আয়ারল্যান্ড। টেস্টের শেষ দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট এবং আয়ারল্যান্ডের আরও ৩৩৩ রান।

পঞ্চম দিনের ১৪তম ওভারে আয়ারল্যান্ডের সপ্তম উইকেট শিকার করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এন্ডি ম্যাকব্রিনকে ২১ রানে আউট করেন তিনি। এই শিকারের মাধ্যমে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল।

এরপর অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে আয়ারল্যান্ডের রান ২শ পার করেন কার্টিস ক্যাম্ফার ও জর্ডান নিল। ৩০ রান করা নিলকে থামিয়ে জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

দলীয় ২৩৭ রানে নিল ফেরার পর ৬৯ বলে ২৬ রানের অবিছিন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন ক্যাম্পার ও গ্যাভিন হোয়ে। ক্যাম্পার ৬৩ ও হোয়ে ১৮ রনে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাইজুল ৪টি, মুরাদ ২টি ও খালেদ-মিরাজ ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে : ডা: এফএম সিদ্দিকী
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অপপ্রচার : ফরিদপুর জেলা পুলিশ
মানিকগঞ্জে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি গণসংহতি আন্দোলনের
নারীর ক্ষমতায়নে অবদান রেখেছেন তারেক রহমান: নিপুণ রায়
রাজধানীতে সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে ৭ দফা দাবি পেশ
সিলেটে বিজিবির অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানি মালামাল জব্দ
হবিগঞ্জে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ 
বার কাউন্সিলের রিভিউ ফলাফল বাতিল করে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত: ২৯ নভেম্বরের এমসিকিউ পরীক্ষা স্থগিত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভুটান : মির্জা ফখরুল
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের ১৩১ সদস্যের কমিটি : বাকেরগঞ্জের সভাপতি জাহাঙ্গীরকে অব্যাহতি
১০